জঘন্যতম পেশা
আজ যে ধর্মব্যবসায়ী সে একদিন হয়তো বাংলা পরীক্ষাতে রচনা বা অনুচ্ছেদ লিখেছিল যার শিরোনাম ‘সমাজের জঘন্যতম পেশা’ ভিক্ষাবৃত্তিকে সে সমাজের জঘন্যতম পেশা হিসেবে দেখিয়েছিল। ব্যাখ্যাস্বরূপ সে লিখেছিল ভিক্ষাবৃত্তি সমাজে কোনো ভ্যালু অ্যাড করে না মুচি সমাজে ভ্যালু অ্যাড করে কামার-তাঁতী, এমনকি মেথরও সমাজে ভ্যালু অ্যাড করে কারণ এদের প্রত্যেকের পেশাই সমাজে কারো না কারো কাছে …