হারালে নিরবে (মাইলস) – লিরিক্স
তোমাকে অকারণ ভেবে আর কী হবে? তুমি তো অজানায় হারালে নিরবে। আজও খুঁজে পাই নি কোথায় সুখের ঠিকানা আজও খুঁজে পাই নি আলোর পথের সীমানা তুমি ফিরে কখনো এসো না দূরে থাকো, ভালো আর বেসো না। বিবাগী স্মৃতিগুলো চোখের জলে ক্রমে পরিণত তোমাকে ভালোবেসে যেন আবেগী মন আহত হতাশার ছবি এঁকেছি জীবনের অ্যালবামে শোকের চিহ্ন …