নিজের শিশু সন্তানকে গলাকেটে হত্যা করতে গিয়ে দা-সহ আটক হয়েছেন এক মা। রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশের একটি দল মায়ের দা’য়ের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় মাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়।
আটক নারীর নাম জান্নাতুল ফেরদৌসী। তার বাড়ি কক্সবাজার শহরের পশ্চিম টেক পাড়ায়। তবে পুলিশ নিশ্চিত হয়েছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, একটি শিশু বাচ্চাকে নিয়ে ওই নারীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসে। খবর পেয়ে রায়হান কাজেমী ঘটনাস্থলে যান। তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
ততক্ষণে ওই নারী শিশুটিকে গলাকেটে হত্যার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে শিশুটিকে কেড়ে নেয়া হয় এবং একটি ধারালো বড় দা উদ্ধার করা হয়।
রায়হান কাজেমী বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শিশুটিকে উদ্ধার করে তার হাত ব্যাগ তল্লাশি করে ব্যাগে দু’টি জবাই করা মুরগি পাওয়া যায়। পরে শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করে ওই নারীকে থানায় সোপর্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।