ভয়াবহ জ্যামের মাঝে আটকে আছি
কাচপুর ব্রীজের কাছাকাছি
অফিসে যেতে অনেক দেরি হবে
কিন্তু সময়টা খারাপ কাটছে না
কারণ বাসটা লোকাল হলেও চেয়ারকোচ টাইপের
আর পাশে বসে আছে কলেজপড়ুয়া সুন্দরী এক মেয়ে।
ইয়ারফোনে গান শুনছি –
‘প্রেম না করলে আমি কে জানে
হায় কী করতাম!
তোমার দেখা না পেলে (এই জ্যামের মাঝে) হয়তো প্রাণে মরতাম!’
গানটা ক্রমাগত শুনে যাচ্ছি রিপিট মুডে
প্রথমে গানটা ক্যাজুয়াল ভঙ্গিতে শুনলেও
এখন সেটাকে সিরিয়াসলি নিয়েছি
এখন সত্যিই আমার প্রেম করতে ইচ্ছে করছে
পাশের মেয়েটার সাথে।
আর সেও এতক্ষণ জড়সড় হয়ে বসে থাকলেও
এখন বোধ করি আড়ষ্টতা কাটিয়ে উঠেছে।
তাই মনে চায়, তাকে প্রপোজ করি –
‘আসো দুজনে বিয়ে করে ফেলি
তারপর এখানেই বাচ্চাকাচ্চার জন্ম দেই।
যে পরিমাণ জ্যাম পরেছে
তাতে এখান থেকে বের হওয়ার উপায় দেখছি না
সমস্যা নেই, বাচ্চাকাচ্চাদেরকে আমিই পড়াব
আমি আবার এ কাজ খুব ভালো পারি
কীগো, করবে গো আমায় বিয়ে?
এখান থেকে যদি কখনো বের হতে পারি,
তবে তোমাকে কোনো সুন্দর জায়গায় নিয়ে যাব, হানিমুনের উদ্দেশ্যে।
আপাতত আমরা দুজন নিরুপায় মানুষ
চলো এখানেই সংসার পাতি।’