জরায়ুতে লুকিয়ে কোকেনসহ নিষিদ্ধ মাদক নিয়ে কলকাতায় এসে ধরা পড়ে গেলেন ডেভিড ব্লেসিং (৩০) নামে এক নাইজেরীয় মহিলা।
সোমবার রাতে ডেভিড ব্লেসিংকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দারা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ডেভিড ব্লেসিংয়ের চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ কা হয়। কিছুক্ষণ জেরার পরই নিজেকে মাদক পাচারকারী বলে স্বীকার করে নেন ওই মহিলা। তার যৌনাঙ্গ থেকে ১২ গ্রাম কোকেন এবং ২০টি এলসিডির পুরিয়া উদ্ধার করা হয়।
এরপরই ওই মহিলা জানায় তার শরীরের ভেতরে আরো মাদক রয়েছে। সেগুলো তার পক্ষে বের করা সম্ভব নয়। তখন ওই নাইজেরীয় তরুণীকে বিমানবন্দরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ডেভিড ব্লেসিংসেখানে তার পেটের নিম্নাংশের এক্স রে-তে স্পষ্ট হয়, মহিলার জরায়ুর মধ্যেও কিছু রয়েছে। শরীরের ভেতর থেকে মাদক বের করার জন্য চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। শারীরিক পরীক্ষানিরীক্ষার শেষেই মহিলাকে পুলিশি হেফাজতে নেয়া হবে।