প্রযুক্তির ব্যবহার করে ঘটছে একের পর এক নারী হয়রানি। এবার টয়লেটে এক নারী চিকিৎসকের আপত্তিকর ছবি মোবাইলের গোপন ক্যামেরায় ধারণের চেষ্টা করা হয় রাজধানীর একটি রেস্তোরাঁয়। এ ঘটনায় রেস্তোরায় অভিযুক্ত কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
গত রবিবার (০৮ এপ্রিল) বিকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের মীর নূর মার্কেটে অবস্থিত ‘ক্যাফে রিও’ নামে একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাজিত নামে ওই রেস্টুরেন্টেরে এক কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে রেস্তোরা কর্তৃপক্ষ।
নাম না প্রকাশ করার শর্তে ওই নারী চিকিৎসক বলেন, ‘ঢাকা মেডিকেলের ক্যাজুয়াল্টি বিভাগের ২০ জন মিলে খাওয়ার জন্য ‘ক্যাফে রিও’ রেস্টুরেন্টে যায়। আমি টয়লেটে গেলে এসময় হঠাৎ টয়লেটের দেয়ালের বেশ কয়েকটি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে টয়লেট থেকে বেড়িয়ে দেখতে পাই ওই রেস্টুরেন্টের এক কর্মচারী মোবাইল দিয়ে ভিডিও করছে। এসময় আমি তার মোবাইল কেড়ে নিয়ে দেখি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়েছে।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিডিও করা হচ্ছে বুঝতে পেরে ওই নারী চিকিৎসক তড়িঘড়ি করে বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করলে এগিয়ে আসেন বন্ধুরা। এসময় অভিযুক্ত ক্যাফে রিও কর্মীর মোবাইল জব্দ করে পাওয়া যায় নারী চিকিৎসকের আপত্তিকর দৃশ্য। পরে থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মীকে আটক করে পুলিশ।
এদিকে রেস্টুরেন্টির ব্যবস্থাপনা পরিচালক অভি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে তাদের কোনও সম্পৃক্ততা নেই। টয়লেটে গোপন ছিদ্র থাকার বিষয়টি এতদিন নজরে আসেনি বলেও দাবি করছে ক্যাফে রিও কর্তৃপক্ষ।
সূত্রঃ সময়ের কণ্ঠস্বর