প্রবাসীরা কি টাকার মেশিন? ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝেনা। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি।
তবে একজন আছেন যিনি মমতায় বুকে আগলে রাখতে চান। তিনি মা। মমতাময়ী মা চাননা সন্তান আর বিদেশে যাক। এবার সে মায়ের কোলেই থাকবে আশা তার। কিন্তু ‘কলুর বলদ’ কি তার মত প্রতিষ্ঠিত করতে পারে।
এক প্রবাসীর মর্মস্পর্শী উপলব্ধি নিয়ে লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। আর ‘কলুর বলদ’ নামে টেলিফিল্মটি নির্মাণ করছেন ‘গোপিত’, ‘জ্যামপুত্র’ খ্যাত সাজ্জাদ সুমন। যে টেলিফিল্মে ‘কলুর বলদ’ প্রবাসীর চরিত্রে অভিনয় করছেন নায়ক রিয়াজ। তার বিপরীতে আছেন তানিয়া আহমেদ। আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।
চ্যানেল আইয়ের ঈদের টেলিফিল্ম হিসেবে নির্মত হচ্ছে প্রযোজনাটি। রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হবে। শুটিং শুরু ২৮ এপ্রিল।
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা রিয়াজ বলেন, ভালো গল্পের দারুন খরা এখন। এ নাটকের গল্পটি অসাধারণ। ভেতরে বেদনার বোধ তৈরী করে। নির্মাতা সাজ্জাদ সুমনের সঙ্গে আগেও কাজ করেছি। অনেক গোছানো কাজ। আশা করি ‘কলুর বলদ’ সবার ভালো লাগবে।