বাড়ি ফেরার জন্য অটোয় উঠেছিলেন বছর একুশের এক তরুণী। একটু পর সেই অটোতে ওঠেন ট্রাফিক কনস্টেবল ইয়াসিন। প্রথমে ভাব জমানোর চেষ্টায় তিনি যুবতীর নাম জানতে চান এবং ফোন নম্বর চান। কিন্তু তরুণী কথা বলতে অস্বীকার করলে জোর করে তাকে স্পর্শ করার চেষ্টা করেন ওই কনস্টেবল।
কিন্তু তার জানা ছিল না, ওই তরুণী জাতীয় স্তরের স্বর্ণ পদকপ্রাপ্ত কারাতে চ্যাম্পিয়ন। তাই তো বিপদে পড়ে চুপচাপ বসে থাকেননি তিনি। অটোর মধ্যেই আত্মরক্ষার্থে ইয়াসিনকে পেটাতে শুরু করেন তিনি। তারপর অটোচালককে নির্দেশ দেন সোজা মহিলা থানায় অটো নিয়ে যেতে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ভারতের হরিয়ানার রোহতকে।
এদিকে, ভুক্তভুগী তরুণী অভিযোগ করেছেন, থানার মহিলা ইনচার্জ প্রথমে এক ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাননি। বরং তাকে পরামর্শ দেন প্রয়োজনে পুলিশ ইয়াসিনকে তিরস্কার করতে পারে। কিন্তু স্বর্ণ পদকপ্রাপ্ত চ্যাম্পিয়ন চুপ করে থাকতে চাননি। ঘটনাটি তিনি পুলিশের শীর্ষ কর্তাদের নজরে আনেন।
এরপরই রোহতকের পুলিশ সুপার পঙ্কজ নায়ারের নির্দেশে যুবতীর এফআইআর দায়ের করে থানা। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করে বরখাস্ত করা হয়েছে এবং মহিলা থানার ইনচার্জকে অন্যত্র বদলি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান নায়ার।