ধোলাইখালে বৃষ্টি হলো, কিন্তু বাংলাবাজারে হলো না
গুলিস্তানে বৃষ্টি হলো তো যাত্রাবাড়ীতে হলো না
এ কেমন বৃষ্টি রে বাবা!
এমনটি তো আগে কখনো দেখি নি
এই বেয়াল্লিশ বছরের জীবনটাতে।
বোধ করি, এসব বৈশ্বিক উষ্ণায়নের ফল
এ উষ্ণায়নের ফলে কোথাও হচ্ছে খরা
কোথাও হচ্ছে অতিবৃষ্টি আর বন্যা
জলবায়ুর স্থায়ী পরিবর্তন ঘটে যাচ্ছে
অদূর ভবিষ্যতে ডুবতে চলেছে
বাংলাদেশের মতো নিচু নিচু অনেক এলাকা।
তবু মানুষের হুশ হয় না।
তারা গ্রীন হাউস গ্যাস উৎপন্ন করেই চলেছে।
জানি, শিল্পায়ন থামানো যাবে না
তাইতো সবাইকে বলি –
একটি করে গাছ লাগান।
সম্ভব হলে আরো বেশি।
একমাত্র গাছই পারে
বৈশ্বিক উষ্ণায়নকে রুখে দিতে
আর পরিবেশকে স্নিগ্ধ রাখতে।